Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

দক্ষিণী অভিনেত্রী রাগিনী গ্রেফতার

মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে বাড়ি থেকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়েছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়িতে তল্লাশি চালায় সিসিবি’র একটি দল। এসময় রাগিনীর ফোন-ল্যাপটপসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ জিনিস জব্দ করা হয়। পরে তদন্তকারীরা সিসিবি দফতরে নিয়ে গিয়ে তাকে টানা জেরা করার পর অবশেষে অভিনেত্রীকে গ্রেফতার দেখায়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ৩ সেপ্টেম্বর রাগিনীকে তলব করে সিসিবি। কিন্তু হাজির না হয়ে তাঁর আইনজীবীকে পাঠান।

ইনস্টাগ্রাম পোস্টে জানান, এত কম সময়ের মধ্যে তাঁকে ডেকে পাঠানোয়, তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হয়নি।

এরপরই শুক্রবার সকাল বেলায় তার বাড়িতে তল্লাশির জন্য আদালতে আবেদন জানায় সিসিবি। আদালত সেই আবেদন মঞ্জুর করলে শুক্রবার ভোরেই রাগিনীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় সিসিবির তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, কিছুদিন আগে রবি নামে রাগিনীর এক ঘনিষ্ঠ বন্ধু মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হন। তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক মামলায় কন্নড় অভিনেত্রীর জড়িত থাকার তথ্য পেয়েছে সিসিবি। ৩ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে রাগিনী জানিয়েছিলেন, কেন তাঁকে তলব করা সত্ত্বেও তিনি ক্রাইম ব্রাঞ্চের অফিসে হাজিরা দিতে পারেননি। সোমবার অর্থাত্‍‌ ৭ সেপ্টেম্বর তিনি হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন।

বেঙ্গালুরুতে জন্ম নেয়া ভারতীয় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর ২০০৯-এ ‘বীর মাদাকারি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে রয়েছে কেম্পে গৌড়া, রাগিনী আইপিএস, শিবা, বাঙ্গারি প্রভৃতি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top