লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে গেলে লাভ-ক্ষতি কী হবে এ নিয়ে আলোচনার শেষ নেই। কেউ বলছেন নিজেদের ও লা লিগার স্বার্থে মেসিকে রেখে দেয়াই উচিত হবে বার্সেলোনার। কেউবা মনে করছেন, মেসিকে না রাখাটাই এখন মঙ্গলজনক তাদের জন্য। মিসরের সাবেক খেলোয়াড় আহমেদ হোসাম মিডোর ধারণা, মেসি থাকলে অনেক সমস্যায় পড়বেন বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান। রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি র্যামন ক্যালদেরন বলছেন, মেসি গেলে শুধু বার্সেলোনাই নয়, রিয়ালেরও বড় ক্ষতি হবে।
আয়াক্স আমস্টারডামের সাবেক খেলোয়াড় হোসাম মিডো একটা সময় খেলেছেন রোনাল্ড কোম্যানের অধীনে। ৩৭ বছর বয়সী সাবেক এই মিসরীয় স্ট্রাইকার বলেন, ‘আমি যাদের অধীনে খেলেছি, নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম সেরা ম্যানেজার কোম্যান। শক্তিশালী চরিত্রের অধিকারী তিনি। তবে মেসি বার্সেলোনায় থাকলে অনেক সমস্যার মুখোমুখি হবেন কোম্যান।’ দায়িত্ব নেয়ার পরই মেসির সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছেন ডাচ কোচ কোম্যান।
তিনি আর্জেন্টাইন তারকাকে বলেছেন, ‘এখন থেকে আর বাড়তি সুযোগ সুবিধা পাবে না। তোমাকে শুধু ক্লাবের কথাই ভাবতে হবে।’ তার এ কথা মেসির বার্সেলোনা ছাড়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত মেসি যদি বার্সেলোনাতে থেকেও যান, কোম্যানের সঙ্গে তার দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তার পরিকল্পনা সাজাতে সমস্যা হবে। মিডো বলেন, ‘মেসি বার্সেলোনায় থাকলে কোম্যান নিজের মতো করে তার দুনিয়া সাজাতে পারবেন না। তার অধীনে আড়াই বছর খেলার সুবাদে আমি জেনেছি, সাধারণত স্পষ্টভাষী খেলোয়াড়কে দলে চান না কোম্যান।’ মিডো উল্লেখ করেন, জ্লাতান ইব্রাহিমোভিচ আয়াক্সে খেলার সময়ও এমন সমস্যায় পড়েছিলেন কোম্যান। ইব্রাকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।
মেসি চলে গেলে লা লিগা আর্থিক লোকসানে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। রিয়াল-বার্সেলোনার ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতাতেও প্রভাব পড়বে। স্ট্যাটাস পারফর্ম নিউজকে রিয়ালের সাবেক সভাপতি র্যামন কালদেরন বলেন, ‘আমাদের লীগে বার্সেলোনার মতো দল থাকাটা গুরুত্বপূর্ণ। এটা রিয়ালের জন্যও ভালো। সেটা প্রতিদ্বন্দ্বিতার কারণেই। এমন দ্বৈরথ দুই দলকেই আরও ভালো করে তোলে।’ ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে যাওয়ায় লা লিগার জৌলুশ অনেকখানি কমে গেছে। এবার মেসি চলে গেলে আরো জনপ্রিয়তা হারাবে এ লীগ। কালদেরন বলেন, বার্সেলোনার সময়টা ভালো নয় এবার। সূত্র অনুযায়ী যেটা প্রতিদ্বন্দ্বীর জন্য ভালো নয়, সেটা অন্যদের জন্যও ভালো নয়। কোনো দলের ক্ষেত্রেই এমন বিষয় ঘটা আমি পছন্দ করি না।