হুমকির মুখে ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের এক রেকর্ড। কিন্তু লিওনেল মেসি বার্সেলোনা ছাড়লে পেলের রেকর্ড অক্ষতই থেকে যাবে। এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডটি ফুচবলের ‘কালো মানিক’ পেলের । বার্সেলোনার জার্সিতে আর ১০ গোল করতে পারলেই পেলের ৫০ বছরের পুরনো এই রেকর্ড ভেঙে দেবেন লিওনেল মেসি।
তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে তার স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৫৬ ম্যাচে করেন ৬৪৩ গোল। আর বার্সেলোনার হয়ে ৭৩১ ম্যাচে মেসির গোল ৬৩৪টি। গত জুনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। তবে ২০১৯-২০ মৌসুমটা আশানুরূপ কাটেনি তার। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৬ গোল।
তবে লা লিগায় ২১ গোল নিয়ে জিতেছেন রেকর্ড সপ্তম পিচিচি অ্যাওয়ার্ড। বার্সেলোনার জার্সিতে মেসি আরো কিছু অভাবনীয় রেকর্ড গড়েছেন- স্পেনের শীর্ষ লীগে সর্বাধিক ৪৪৪ গোল, এক বর্ষপঞ্জিকায় সর্বাধিক ৯১ গোল, লা লিগায় সবচেয়ে বেশি ৩৬ হ্যাটট্রিক, একমাত্র ফুটবলার হিসেবে নয় মৌসুমে ৫০টি কিংবা তার চেয়ে অধিক সংখ্যক গোল, সবচেয়ে বেশিবার ব্যালন ডি অর (৬) এবং গোল্ডেন শু (৬) অ্যাওয়ার্ড জয়, সর্বাধিক ফিফা বর্ষসেরা খেতাব (৬)।
Share!