Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

২০২২ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে : অর্থমন্ত্রী

পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হতে ২০২২ সাল পর্যন্ত লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভার পর এক জুম ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেতু নির্মাণকাজ শেষ হতে সময় বেশি লাগার জন্য পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়াদ আরো ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। এজন্য সরকারের ব্যয় হবে ৩৪৮ কোটি এক লাখ ৩২ হাজার টাকা।

অর্থমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, মহামারি করোনাভাইরাসের কারণে কাজের অগ্রগতিতে বাঁধা পড়ায়, সেতুর নির্মাণ কাজ শেষ হতে ২০২২ সাল পর্যন্ত সময় লাগবে।

ক্রয় কমিটির সভায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে থাকা কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন অ্যান্ড এসোসিয়েটসের মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে, প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে আগস্ট ২০২০ পর্যন্ত চুক্তি ছিল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top