নভেল করোনাভাইরাসের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২০ স্থগিত করা হয়েছে। পরিক্ষার নতুন তারিখ জানানো হবে এপ্রিল মাসের প্রথম দিকে।
রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এপ্রিলের ১ তারিখ থেকে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত থাকলেও এখন আর তা হচ্ছে না।
এরইমধ্যে, এইচএসসি পরীক্ষার খাতা, প্রশ্নপত্র সব কিছু সংশ্লিষ্ট জেলায় পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু এর পরও ১ এপ্রিল পরীক্ষা শুরু করার বাস্তব অবস্থা নেই বলে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৩ লাখ শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে সাড়ে ১০ লাখ নিয়মিত।