বরগুনার পাথরঘাটায় স্ত্রী হামিদা (৪৫)কে হত্যার দায়ে স্বামী বাচ্চুর (৫৫) মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইএম ইসমাইল হোসেন এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বরগুনার অতিরিক্ত (পিপি) অ্যাডভোকেট আকতারুজ্জামান বাহাদুর এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কমল কান্তি দাস।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৭শে আগস্ট রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার আমতলা গ্রামের বাচ্চু হাওলাদার (৫৫) তার স্ত্রী হামিদা (৪৫) কে হত্যা করে খালের পাড়ে মাটিতে পুঁতে রাখেন। পরে নিহতের স্বজন ও প্রতিবেশীদের চাপে বাচ্চু ঘটনা স্বীকার করেন। ১১ বছর বিচারাধীন থাকার পর আজ বাচ্চুকে ফাঁসির দণ্ডাদেশ দেন আদালত। রায় প্রদানের সময় আসামি বাচ্চু আদালতে উপস্থিত ছিলেন।