কলকাতার বিখ্যাত গ্র্যান্ড হোটেলে চলছে আসন্ন আইপিএলের নিলাম। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টা নাগাদ শুরু হয় জমকালো এ অনুষ্ঠান। খেলোয়াড় কেনাবেচা করছেন লিগে অংশগ্রহণকারী আট দলের কর্তারা।
নিলামের শুরুতে ক্রিস লিনকে ২ কোটি রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে ৫.২৫ কোটি রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রবিন উথাপ্পাকে ৩ কোটি রুপিতে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
অ্যারন ফিঞ্চকে ৪.৪০ কোটি রুপিতে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১.৫০ কোটি রুপিতে দিল্লিতে গেছেন জেসন রয় ও ক্রিস ওকস। ১০.৭৫ কোটি রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে ডেরায় যোগদান করিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
১৫.৫০ কোটি রুপিতে প্যাট কামিন্সকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দামে কোনো ক্রিকেটারের বিক্রি হওয়ার রেকর্ড এটি। এর আগে ২০১৭ সালে বেন স্টোকসকে ১৪.৫ কোটি রুপিতে কেনে রাইজিং পুনে সুপারজায়ান্টস।
সাম কুরানকে ৫.৫০ কোটি রুপিতে টেনেছে চেন্নাই সুপার কিংস। ক্রিস মরিসকে ১০ কোটি রুপিতে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অ্যালেক্স ক্যারিকে ২ কোটি ৪০ লাখ রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর জয়দেব উনাদকাটকে ৩ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।
আইপিএলে অংশ নেয়া আট দলে ৭৩ খেলোয়াড়ের শূন্য স্থান পড়ে আছে। এসব পূরণে লড়ছেন ৩৩২ ক্রিকেটার। বাংলাদেশের রয়েছেন ৫ জন ক্রিকেটার। তারা হলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে তাদের কেউ এখন পর্যন্ত বিক্রি হননি।
২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। খরচ বাঁচাতে এবার ছেঁটে ফেলা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।