অর্থনৈতিক বিপর্যয় ও সরকারের দুর্নীতির প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন লেবাননে। আজ সোমবার সেখানে পালিত হচ্ছে ধর্মঘট। রাজধানী বৈরুতে রোববার সবচেয়ে বড় বিক্ষোভ হয়। চারদিন ধরে চলছে এই বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে কল এবং অন্যান্য ম্যাসেজিং সার্ভিসের ওপর প্রস্তাবিত ট্যাক্সের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে প্রথম রাজপথে নেমে পড়ে জনতা। তারপর থেকে ভূমধ্যসাগরীয় এই দেশটিতে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছেই। রোববার রাজধানী বৈরুত, উত্তরে দ্বিতীয সর্ববৃহৎ শহর ত্রিপোলি এবং দক্ষিণে বন্দরনগরী টাইরে এদিন অচল হয়ে পড়ে। সব রাস্তা ছিল বিক্ষোভকারীতে ভরা।
লেবাননে সরকারবিরোধী আন্দোলন, আজ ধর্মঘট
Share!