খুলনায় অতিরিক্ত মদ্যপানে নারীসহ আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট আটজন মারা গেলেন। অসুস্থ্যাবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আরও ৫ জন।
নিহতরা হলেন, অমিত শীল (২২), ইন্দ্রাণী (৩০) ও দীপ্ত বিশ্বাস (১৮)। আজ বুধবার দুপুরের পর তাদের মৃত্যু হয়। এরমধ্যে রূপসা উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা ইন্দ্রাণী ও দীপ্ত বিশ্বাস।
রূপসার আইচগাতী ক্যাম্প ইনচার্জ এস আই ইব্রাহীম জানান, গত ৬ অক্টোবর অষ্টমী পূজার দিনে রাজাপুর গ্রামের সমীর বিশ্বাসের স্ত্রী ইন্দ্রাণী বিশ্বাস (২৫), নির্মল দাসের পুত্র দীপ্ত দাস (২২) এবং সত্যরঞ্জন দাসের পুত্র পরিমল দাস (২৫) সহ কয়েকজন মদ্যপান করে। তারা অসুস্থ হয়ে পড়লে পরিমল দাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইদ্রানী ও দীপ্ত দাসকে খুলনা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ৮ অক্টোবর দুপুরে পরিমল দাস এবং ৯ অক্টোবর বিকালে দীপ্ত এবং ইন্দ্রাণী মারা যান।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ খালেদ মাহমুদ, ডা. আলমগির ও ডা. ওমর ফারুক জানান, অতিরিক্ত মদ্যপানে গত ৮ তারিখ থেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেনজিৎ দাস (২৯), তার আপন ভাই তাপস দাস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসা রাজাপুর এলাকার পরিমল।
নিহতদের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।