দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৬০৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ২৩৩ জন এবং রাজধানীর বাইরের ৩৭৪ জন রয়েছেন। এ নিয়ে গতকাল শনিবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৭৫ হাজার ৭৫৩ জন। যাদের মধ্যে ৯৫ শতাংশই সুস্থ হয়ে এর মধ্যে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, দিনে দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় রোগী ভর্তি কমেছে হাসপাতালে ২৪ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, ঢাকার ১২টি সরকারি ও ২৯টি বেসরকারি হাসপাতালসহ মোট ৪১ প্রতিষ্ঠান থেকে ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া রাজধানীর বাইরের ৬৪টি জেলার সিভিল সার্জনদের অফিস থেকে তথ্য পাঠানো হয়। তাতে দেখা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৬০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৭৫ হাজার ৭৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে মাসে ১৯৩ জন, জুন মাসে ১ হাজার ৮৮৪ জন, জুলাই মাসে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন এবং চলতি সেপ্টেম্বরের এক সপ্তাহে ৪ হাজার ৬৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে ১৯২ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিতে জমা হয়েছে। কমিটি ৯৬ জনের মৃত্যুর কারণ পর্যালোচনা করে ৫৭ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে। বাকি মৃত্যুর ঘটনাগুলো পর্যালোচনাধীন রয়েছে।এদিকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গতকাল ভোর ৬টার দিকে যশোরের চৌগাছায় আবদুল ওয়াদুদ (৪৫) নামে এক রোগী মারা গেছেন। চৌগাছা (যশোর) প্রতিনিধি জানান, ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আবারও হাসপাতালে ভর্তি হন ওয়াদুদ। তিনি উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাগারদাড়ি গ্রামের মৃত সদর আলীর ছেলে। এ ছাড়া মানিকগঞ্জ থেকে ঢাকা আনার পথে মারা গেছে রুবাইয়া আক্তার নামে ডেঙ্গু আক্রান্ত এক কিশোরী। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার রাতে রুবাইয়াকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। রুবাইয়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার আবদুর রশীদের মেয়ে ও স্থানীয় রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
চব্বিশ ঘণ্টায় ভর্তি ৬০৭ ডেঙ্গু রোগী : স্কুলছাত্রীসহ দুজনের মৃত্যু
Share!