চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে স্কোর বোর্ডে মাত্র ১১ রান যোগ করেই গুঁড়িয়ে যায় সাকিব বাহিনী। প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়েছে টাইগাররা। ফলে আফগানিস্তানের চেয়ে ১৩৭ রানে পিছিয়ে রইল স্বাগতিকরা। এদিকে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করেছেন আফগান দলপতি রশিদ খান।শনিবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন ৪৪ এবং তাইজুল ইসলাম ১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। তবে শুরুতেই ব্যক্তিগত স্কোরে কোনো রান যোগ করেই মোহাম্মদ নবী বলে বোল্ড হয়ে সাঁজ ঘরের মুখ দেখেন তাইজুল। তাইজুলের আউট হওয়ার ধাক্কা না কাটতেই রশিদ খানের শিয়াক্র হন নাঈম হাসান। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৭ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। আফগানদের রশিদ খান ৫টি ও মোহাম্মদ নবী ৩টি উইকেট নেন।
Share!