বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজনে আগুন নেভাতে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। শুক্রবার অ্যামাজনের প্রাকৃতিক সম্পদ, আদিবাসী ভূমি ও সংলগ্ন সীমান্ত রক্ষার জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। ইউরোপীয় নেতাদের কাছ থেকে অ্যামাজনের আগুন নেভাতে তীব্র চাপ আসার পর এ নির্দেশ জারি করেন বলসোনারো। এ খবর দিয়েছে বিবিসি।খবরে বলা হয়, ‘বিশ্বের ফুসফুস’ হিসেবে খ্যাত ব্রাজিলের অ্যামাজন রেইনফরেস্ট। সাম্প্রতিক বছরগুলোয় সেখানে আগুন লাগার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ১৫ই আগস্ট থেকে নতুন করে আগুন জ্বলছে সেখানে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্পেস রিসার্চ জানিয়েছে, এ বছরের আগস্ট মাস পর্যন্ত অ্যামাজনে কমপক্ষে ৭৩ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অথচ সমগ্র ২০১৮ জুড়ে এ সংখ্যা ছিল ৪০ হাজারের কম। এই একই সময়ের হিসেবে গত বছরের তুলনায় এবার অ্যামাজনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৮৩ শতাংশেরও বেশি। তবে অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনার চেয়ে এবারের আগুন অত্যধিক বেশি ভয়াবহ। এই আগুনে ইতোমধ্যেই পুড়ে গেছে ৭ হাজার ৭৭০ বর্গ কিলোমিটার বনভূমি। প্রতি মিনিটে পুড়ছে আরো ১০ হাজার বর্গমিটার এলাকা। এমন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল। ট্রাম্প-ভক্ত হিসেবে পরিচিত উগ্র-ডানপন্থী বলসোনারো পূর্বে অভিযোগ করেছেন, তার ভাবমূর্তি খারাপ করতে বিরোধীরা এসব আগুন লাগাচ্ছেন। তিনি আরো দাবি করেন, আমাজনের আগুন ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়। ফলে এটি নিয়ে কারো নাক গলানো সহ্য করা হবে না। তবে উদ্ভূত পরিস্থিতিতে দুনিয়াজুড়ে সমালোচনা ও ইউরোপীয় নেতাদের চাপের মুখে শুক্রবার আগুন নিয়ন্ত্রণে অ্যামাজনে সেনা মোতায়েনের নির্দেশ দেন তিনি। ফ্রান্স ও আয়ারল্যান্ড হুমকি দিয়েছে, অ্যামাজনের আগুন নেভাতে ব্রাজিল সরকার যথাযথ উদ্যোগ না নিলে দক্ষিণ আমেরিকান দেশগুলোর সঙ্গে একটি বিশাল বাণিজ্য চুক্তি সংশোধন করবে না তারা। ফিনল্যান্ডের অর্থমন্ত্রী জানিয়েছেন, আগুন নেভাতে ব্রাজিল সরকার পদক্ষেপ না নিলে দেশটি থেকে ফিনল্যান্ডে গরুর মাংশ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। উল্লেখ্য, ইইউ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ফিনল্যান্ড।
চাপের মুখে অ্যামাজনে আগুন নেভাতে সেনা মোতায়েন ব্রাজিলের
Share!