রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২৪ আগষ্ট (শনিবার) সকাল ১০ টার সময় অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির -সভাপতি জনাব মোঃ পাসা সাইদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান শিক্ষক আমিরউল ইসলাম তিনি অভিভাবকদের উদ্যোশে বলেন, ,শেখ হাসিনার নির্দেশ পরিস্কার পরিছন্ন রাখুন পরিবেশ,, আপনাদের বাড়ির আশেপাশে পরিস্কার পরিছন্ন রাখবেন যাতে এডিস মশার জন্ম না হয়। এডিস মশা বিস্তার ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে একযোগ আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহবান জানান, অভিভাবকের উদ্যোশে আরো বলেন, আপনাদের সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাইবেন। এবং তারা কোথায় যায় কার সাথে উঠা বসা করে,তা খেয়াল রাখুন। সন্তানের সুন্দর ও সুনিশ্চিত ভবিষৎ গঠনের জন্য আপনাদেরকে গুরু দায়িত্ব পালন করতে হবে। তাদের মধ্যে মেধা ও মননের প্রসার ঘটানোর জন্য লেখাপড়ার পাশাপাশি তাদেরকে খেলাধুলার সুযোগ দিতে হবে। বন্ধুদের সাথে কোনরকম খারাপ পরিবেশে মিশে কিনা তা নজর রাখতে হবে। অভিভাবকের মধ্যে বক্তব্যে রাখেন শহীদ সেকেন্দার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সির্দ্দিক । আলোচনা সভায় আরো উপস্তিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মতলেবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ মিজনুর রহমান, সহকারী শিক্ষক মোছাঃ দিলরুবা শারমিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক গণ, শিক্ষক, শিক্ষাথী ছাত্র-ছাত্রী বৃন্দ। উক্ত অনুষ্টান পরিচালনা করেন ভটখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সিরাজ উর্দ্দিন ফৌজদার।
বাগমারায় ভটখালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ।
Share!