ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিবাদ করবে পাকিস্তানে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। কাশ্মীরে নিরপরাধ মানুষের বিরুদ্ধে ভারতীয় সেনারা যে অত্যাচার করছে এবং ভারত সরকারের কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার প্রতিবাদে এমন বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার এমন সিদ্ধান্ত নিয়েছেন। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া বিভাগ থেকে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী মাসে নিউ ইয়র্ক যাবেন নরেন্দ্র মোদি। এ সময় বিশাল প্রতিবাদ বিক্ষোভ করবে তারা। এ লক্ষ্যে নিউ ইয়র্কের বিক্ষোভের জন্য প্রস্তুতি নিতে পিটিআইয়ের বিদেশী শাখাকে নির্দেশনা দিয়েছেন ইমরান খান। পিটিআইয়ের আন্তর্জাতিক চ্যাপ্টার বিষয়ক অফিসের সচিব ড. আবদুল্লাহ রিয়ারের সঙ্গে সাক্ষাতে এমন নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় ইমরান খানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিষয়েও আলোচনা হয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্রে পিটিআইয়ের কর্মকান্ড সম্পর্কে প্রধানমন্ত্রী ইমরানকে অবহিত করেছেন ড. রিয়ার। এ ছাড়া দখলীকৃত কাশ্মীরে ভারতীয় বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী পাকিস্তানি সম্প্রদায় ও মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোকে গতিশীল করারও নির্দেশনা দিয়েছেন ইমরান। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনিও।
মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করবে পিটিআই
Share!