কাশ্মীর ইস্যুটিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।এতে বলা হয়, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্তির মধ্য দিয়ে কাশ্মীরে যে পরিবর্তন ঘটেছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে বাংলাদেশ। বাংলাদেশ সব সময় বিশ্বাস করে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সব দেশের জন্যই উন্নয়নে অগ্ৰাধিকার হওয়া উচিত।প্রসঙ্গত, গত ৫ আগস্ট হঠাৎ করেই ভারত অধিকৃত কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারা তুলে নেয়। এই ঘটনাকে কেন্দ্র পাকিস্তানের সঙ্গে নয়াদিল্লির চলমান বৈরী সম্পর্কের চরম অবনতি ঘটে। ইতিমধ্যে সীমান্তে দু দেশের সেনাদের মধ্যে বেশ কয়েকবার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। এতে দু দেশেরই বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে।
কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়: বাংলাদেশ
Share!