Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রভাবশালী নারী এই রাজনীতিবিদের মৃত্যুতে  প্রধানমন্ত্রী এক বার্তায় সুষমা স্বরাজের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব  মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ৬৭ বছর বয়সে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুষমা স্বরাজ। ২০১৬ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। শোক বার্তায় শেখ হাসিনা জানিয়েছেন, সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধুকে হারালো।বাংলাদেশ-ভারতের মধ্যকার সুসম্পর্ক তৈরিতে সুষমা স্বরাজ কাজ করেছেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বাংলাদেশের সঙ্গে ভারতের বহু প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয়। তাতে করে ছিটমহলে থাকা মানুষের বন্দিজীবনের অবসান ঘটে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top