Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

সাঈদ খোকনের : ডেঙ্গু থেকে বাঁচতে লম্বা জামা পরার পরামর্শ দিলেন

আপনারা যারা লম্বা প্যান্ট, পায়জামা পরেন, পাজামার সঙ্গে মোজা পরলে আমরা কিন্তু নিরাপদ থাকতে পারি। বাসায় যারা থাকবেন, তাদের লম্বা জামা পরতে বলবেন। এই ছোট ছোট সচেতনতা আমাদের ডেঙ্গুর মসিবত থেকে রক্ষা করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।রোববার (৪ আগস্ট) দুপুরে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মসজিদের খতিব ও ইমামদের সঙ্গে মতবিনিময় এবং অ্যারোসেল স্প্রে বিতরণ সভার আয়োজন করে ডিএসসিসি।ডেঙ্গু মোকাবিলায় নগর কর্তৃপক্ষ তার সর্বশক্তি দিয়ে মাঠে আছে জানিয়ে দক্ষিণের মেয়র বলেন, ‘আমাদের জনগণ এক মাস আগেও সচেতন ও সতর্ক ছিল না, তবে এখন ডেঙ্গু নিয়ে সবাই মোটামুটি সচেতন। আপনাদের সচেতনতা ও আমাদের প্রচেষ্টা এই দুইয়ের সমন্বিত উদ্যোগে আমরা ডেঙ্গুকে মোকাবিলা করব।’ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশনের নেয়া উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিদিন কমপক্ষে ৩০টি বাসায় আমাদের ইনসপেকশন টিম যাচ্ছে, এডিস মশার লার্ভা নষ্ট করছে। ইতোমধ্যে ১৫ হাজার বাসা ছাড়িয়ে গেছে। কাল পরশু থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসা প্রতিটি ওয়ার্ডে ৩৪৮০টি বাসা ইনসপেকশন করে এডিস মশার লার্ভা নষ্ট করা হবে। আমরা আমাদের জনবল বৃদ্ধি করছি।’সেপ্টেম্বর মাসের পহেলা সপ্তাহের মধ্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আপনারা সচেতনতার পাশাপাশি আল্লাহর দরবারে দোয়া করেন, ইনশাল্লাহ এই শহরে আমরা ডেঙ্গু আতঙ্ক থেকে মুক্ত থাকতে পারব। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এই বালা-মুসিবত এই গজব থেকে আল্লাহ আমাদের মুক্ত করবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top