দুঃসাহসী ও দুর্ধর্ষ অভিযাত্রী হিসেবে তাঁর খ্যাতি অজানা নয়। ডিসকভারি চ্যানেলের ‘ম্যান ভিএস ওয়াইল্ড’ প্রোগ্রামের এর সঞ্চালক বেয়ার গ্রিলস জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়িয়ে বিভিন্ন অ্যাডভেঞ্চারের মুহূর্ত তুলে ধরেন দর্শকদের জন্য। প্রোটিন ভেবে অনায়াসে কোনও পোকার পেট থেকে নাড়িভুড়ি খেয়ে নিতে পারেন তিনি।
এবার ভারতের জঙ্গলে বেয়ার গ্রিলস। উত্তরাখণ্ডের জঙ্গলে ‘ম্যান ভিএস ওয়াইল্ড’ এর শ্যুটিং করলেন তিনি। তবে জঙ্গল অ্যাডভেঞ্চারে গ্রিলসের সঙ্গী এবাং স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১২ অগাস্ট ‘ম্যান ভিএস ওয়াইল্ড’-এর এপিসোডে উত্তরাখণ্ডের জঙ্গলে অ্যাডভেঞ্চারের খোঁজে দেখা যাবে বিয়ার গ্রিলস ও প্রধানমন্ত্রী মোদীকে। নিজের টুইটার অ্যাকাউন্টে সেই এপিসোডের ট্রেলার শেয়ার করেছেন গ্রিলস। একইসঙ্গে ১৮০টি দেশে সম্প্রচারিত হবে এই ভিডিয়ো।
জানা গেছে, উত্তরাখণ্ডের জিম করবেট জঙ্গলে গ্রিলসের সঙ্গেই বাঘ নিয়ে হওয়া তথ্যচিত্রে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, জঙ্গলের নদী পার করা থেকে ‘রিভার র্যাফ্টিং’ করতেও দেখা যাবে প্রধানমন্ত্রীকে। ট্রেলারে দেখা গেছে, গ্রিলস প্রধানমন্ত্রীকে বলছেন, ‘আপনি এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার কাজ, জঙ্গলে আপনাকে নিরাপদ রাখা।’