বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া পশ্চিম পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে বাচ্চু (৩৮) ও একই গ্রামের জেকের আলী ছেলে উজ্জল হোসেন (৩০) । গ্রেপ্তারকৃতদের গত সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। বাগমারা থানার পুলিশ জানায়, বাচ্চু ও উজ্জল হোসেন নিজ গ্রাম দেউলিয়া ছাড়াও ভবানীগর্নজ বাজার এবং আশেপাশের এলাকায় নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা বিক্রি করে এমন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার ওসি আতাউর রহমান -সহ পুলিশের একটি দল নিয়ে গত সোমবার রাতে উপজেলার দেউলিয়া গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্তিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী বাচ্চু ও উজ্জল হোসেন তাদের বাড়ির পার্শ্বের বিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের দলটি তাদের পিছু নিয়ে ধাওয়া করে বিলের মধ্যে ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করে। তাদের দেহে তল্লাসী চালিয়ে পুলিশ নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা উদ্ধার করে তাদের গ্রেপ্তার করেন। পুলিশ গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে আসেন এবং মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে থানায় আরো একটি মামলা রয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, বাচ্চু ও উজ্জল হোসেন এলাকার চিহ্রিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বাগমারায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Share!