মঙ্গলবার এজবাস্টনে রোহিতের বলটি ধরতে গিয়ে মাটিতে ফেলে দিলেন তামিম ইকবাল। ক্যাচটি ধরতে পারেননি তামিম। তার হাত ফসকে বেরিয়ে গেছে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সহজ একটি ক্যাচ।
পরে ৯ রানে জীবন পাওয়া রোহিত নিজের নামের পাশে যোগ করেন আরো ৯৫ রান। উদ্বোধনী জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে ১৮০ রান যোগ করে দলকে এনে দেন বড় সংগ্রহের ভিত। ভারতের ২৮ রানের জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছে রোহিতই।
যা থেকে স্পষ্টত বোঝা যায়, তামিম সে সময় ক্যাচটা ধরতে পারলে হয়তো ম্যাচের গল্পটা ভিন্ন হতে পারত। তাই খালি চোখে এ ম্যাচে বাংলাদেশের খলনায়ক তামিম ইকবালই।
তবে একপাক্ষিকভাবে তামিমকে দোষারোপ করতে চান না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার মতে ক্রিকেট মাঠে এমন হয়েই থাকে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘রোহিতের সেই ক্যাচটা অবশ্যই হতাশাজনক ছিল। তবে ক্রিকেট মাঠে এসব বিষয় হতেই পারে। আমরা এ কারণে তামিমকে দোষ দিতে পারি না।’
এ সময় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ভালো করার আশাব্যক্ত করেন টাইগার অধিনায়ক, ‘আমরা আমাদের সেরাটা দিয়েই খেলছি। আমাদের সমর্থকরাও দুর্দান্ত। আশা করছি শেষ ম্যাচে আমরা ইতিবাচকভাবেই টুর্নামেন্টটা শেষ করতে পারব।