জম্মু-কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
কিশত্বারের জেলা প্রশাসক আংরেজ সিং রানা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সকালে যাত্রীবাহী বাসটি কেশওয়ান-ঠাকরাই সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩০ জন মারা যান। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা হতাহতদের বাইরে বের করে নিয়ে আসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এ ঘটনায় এক টুইটবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।