রেজাউল করিম বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামে উপযুক্ত সর্ম্মান দিয়ে শ্বশুর বাড়ির সদস্যরা নিয়ন্রণ করেনি, এমন অভিযোগ এনে ক্ষোবে রাজশাহী বাগমারা উপজেলার এক ব্যক্তির আত্নহত্যার খবর পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় বাগমারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত ব্যক্তির নাম আলাউদ্দিন (৪১) উপজেলার দ্বীপপুর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও আত্নহত্যা কারী ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে এলাকার রীতি অনুসারে প্রতি বছর আমের মৌসুমে জামাতাদের নিমন্ত্রণ করে আম চিড়া খাওয়ানো হয়। এই সময় উপহার হিসেবে জামাতাদের নতুন পোশাক দেওয়া হয়। যুগযুগ ধরে বাগমারা এলাকায় এই প্রথা চলে আসছে। গত রোববার আলাউদ্দিনের শ্বশুর বাড়িতে জামাতাদের আম চিড়া খাওয়ানোর আয়োজন করা হয়। এর আগে আলাউদ্দিনকে নিমন্রণ করেছে শ্বশুর বাড়ির লোকজন তবে আলাউদ্দিন অভিযোগ করে বলেন শ্বশুর বাড়ির সদস্যরা অন্য জামাতাদের যেভাবে দাওয়াত দিয়েছেন ততটা সর্ম্মানের সঙ্গে তাঁকে দাওয়াত দেননি। এই নিয়ে স্রী ও শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্যর হয় তাঁর। এরপর ক্ষোভে রোববার সন্ধ্যায় তিনি বিষ পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষপানের বিষয়টি বুঝতে পারেন। পরে পরিবারের লোকজন আলাউদ্দিনকে উপজেলা স্বাস্হ্য কমপ্রেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতে রাহশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাগমারা থানার উপ-পরির্দশক (এস আই) নিয়ামুল হোসেন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গিয়াস উর্দ্দিন বলেন তুচ্ছ ঘটনায় এত বড় সিদ্ধান্ত নেওয়াটা দুঃখজনক। আলাউদ্দিনের মৃত্যুতে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়ল। তবে আলাউদ্দিনের শ্বশুর বাড়ির লোকজন এই বিষয় কোনো মন্তব্য করতে চাননি।
বাগমারায় শ্বশুর পক্ষের সর্ম্মান না পেয়ে জামাতার আত্নহত্যা
Share!