রিপোর্টার রেজাউল করিম বাগমারা উপজেলাঃ চলতি বছরের আগষ্টের আগে তৃণমূল পর্যায়ের অধিকাংশ সম্মেলন শেষ করার টার্গেট নিয়ে কাজ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। চলতি মাস থেকেই এই কার্যকক্রম পুরোদমে শুরু হবে। এবার তৃণমূলের কমিটিতে গুরুত্ব পাবে পুরাতন -নতুন -তরুন নেতৃত্ব বলে দলটির নেতারা আভাষ দিয়েছেন। ইতিমধ্যেই জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের প্রস্তুতি নিতে ইউনিট গুলোর কাছে নির্দেশনা পৌছছে। চলতি মাসেই ওয়ার্ড পর্যায় কমিটি নিয়ে কাজ শুরু হচ্ছে বলে জানিয়ছেন জেলা আওয়ামীলীগের নেতারা। এলাকা সূত্রে জানা গেছে সম্মেলন ঘোষনা আসার পর নড়েচড়ে বসেছেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১২নংঝিকরা ইউনিয়নের তৃণমূল নেতারা। ইতিমধ্যেই পদ পেতে তাংপরতা শুরু করছেন অনেকেই। গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রাথী হওয়ার ঘোষনা দিয়ে স্থানীয় সংসদ সদস্য -সহ নেতাদের সাথে লবিং শুরু করেছে। দলীয় সূত্র বলছে বিতর্কিতদের বাদ দেওয়ার পাশাপাশি দলের সব পর্যায় পরিছন্ন নতুন পরার্তন ও তরুণ নেতাদের নিয়ে আসা যায়। বিশেষ করে ছাত্র রাজনিতিতে থেকে উঠে আসা যারা আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তারাই এবার পাবেন কমিটিতে। এই সার্বিক বিষয়গুলি সুচারুভাবে তদারকি করবেন উপজেলার টিমের সদস্যরা। উপজেলা ঝিকরা ইউনিয়নে অনেক নেতারা পদের লড়াইয়ের ঘোষনা দিয়েছেন তারা –সভাপতি পদে প্রাথী হলেন -মোঃ আব্দুল হামিদ ফৌজদার -চেয়ারম্যান ১২নংঝিকরা ইউনিয়ন। বর্তমান আ,লীগের -সভাপতি প্রভেসর আবুল কালাম আজাদ। আ,লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক -ভারপ্রাপ্ত -চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম প্রাং। -সাধারণ সম্পাদক পদে প্রাথী হলেন -বর্তমান ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ -সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। ঝিকরা ইউনিয়ন পরিষদের প্যানেল -চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও -ভারপ্রাপ্ত সাধারন সম্পাক মোঃ মানিক প্রাং। ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মোঃ রইচ উর্দ্দিন তালুকদার। ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের -সভাপতি পদ প্রাথী মোঃ হাবিবুর রহমান ও -সাধারণ সম্পাদক পদ প্রাথী মোঃ ময়নুল ইসলাম প্রমুখ।
বাগমারায় ঝিকরা ইউনিয়নে আ,লীগের পদের লড়াই
Share!