Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

পুরান ঢাকার অবস্থা অত্যন্ত নাজুক : গণপূর্তমন্ত্রী

আগুনের ঝুঁকি প্রসঙ্গে পুরান ঢাকার অবস্থা অত্যন্ত নাজুক এবং রাতারাতি পুরান ঢাকাকে ঝুঁকিমুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

আজ শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত ঢাকা ইউটিলিটি রিপোটার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, পুরান ঢাকার অবস্থা এতটাই নাজুক যে একটি বিল্ডিংয়ের একটা ইটের আঘাত করলে গোটা ভবন ভেঙে পড়তে পারে।

গণপূর্তমন্ত্রী বলেন, পুরান ঢাকায় একেবারের ঝুঁকিহীন অবস্থা করা সম্ভব নয় এ কারণে যে, সেখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই। রাস্তা এতটাই সরু। আর গাড়ি যাওয়ার রাস্তা প্রশস্ত করতে হলে অনেক ভবন ভাঙতে হবে।

ঝুঁকি কমাতে পুরান ঢাকার ভবনগুলো ভেঙে নতুন করে বানানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হবে বলেও জানান গণপূর্তমন্ত্রী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top