কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দল লিবারেল পার্টি থেকে সাবেক দুই মন্ত্রীকে বহিষ্কার করেছেন। আজ মঙ্গলবার তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
অভিযোগ, সাবেক ওই দুই মন্ত্রী জাষ্টিন ট্রুডোর পুন:নির্বাচনের সময়ে বিচারিক কার্যক্রম বাঁধাগ্রস্ত করতে রাজনৈতিক অনধিকার চর্চা করেছিলেন।
জাষ্টিন ট্রুডোর দল থেকে বাদ পড়াদের মধ্যে সাবেক বাজেট বিষয়ক মন্ত্রী জেন ফিলপটও রয়েছেন।
জাস্টিন ট্রুডো জানিয়েছেন, ওই দুজনের (বহিষ্কৃত) ওপর যে আস্থা ছিল তা নষ্ট হয়ে গেছে। আমাদের দল তাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।
তিনি জানান, সরকার এবং আমার নেতৃত্বের ওপর আত্মবিশ্বাসের ঘাটতি দেখিয়েছেন তারা। এটা থেকে একটি বিষয় পরিস্কার যে, তারা আর লিবারেল পার্টির সদস্য থাকতে পারেন না।