বকেয়া পাওনা আদায় ও কারখানা খুলে দেওয়ার দাবি নিয়ে কারওয়ান বাজারে কলকারখানা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এদিকে রাজধানীতে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও অবরোধ পালন করছে শিক্ষার্থীরা। ফলে রাস্তা বন্ধ হয়ে সড়কে চলাচলকারীদের ভোগান্তি বেড়েছে।
আজ বুধবার সকাল ১১টায় কারওয়ান বাজারে অধিদপ্তরের সামনে অবস্থান নেয় গাজীপুরের বকুল অ্যাপরালেস ও ঢাকার নাব ফ্যাশনের কয়েকশ শ্রমিক।
জানা গেছে, আগে থেকে কোনো ঘোষণা না দিয়েই ১০ মার্চ থেকে বকুল গার্মেন্টসের উৎপাদন বন্ধ করে দেয়। কারখানা আবার চালু হবে কিনা তা স্পষ্ট করে বলছে না।
প্রায় একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য সেখানে অবস্থান নিয়েছেন ঢাকার নাব ফ্যাশনসের কয়েকশ শ্রমিক। সেই কারখানার শ্রমিকরা জানান গত ফেব্রুয়ারি মাসে জানুয়ারির অর্ধেক বেতন দিয়েছে। শ্রমিকদের দাবি, যদি মালিকপক্ষ কারখানা চালাতে না পারে তাহলে তাদের সব পাওনা পরিশোধ করা হোক।