১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু ছিলেন বলে দেশটির বিমান সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, বিমানটি নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রার মাঝপথে এটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটির বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়।
বিমানটিতে ৩৩টিরও বেশি দেশের নাগরিক ছিল। বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবিতে যাচ্ছিল।
রাজধানী থেকে ৬০ কি.মি. দক্ষিণ পশ্চিমে বিশফু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এখন সেখানে উদ্ধার অভিযান চলছে।
বিমান নির্মাতা কোম্পানি বোয়িং ২০১৬ সালে বি ৭৩৭ ম্যাক্স-৮ বিমান বাজারে ছাড়ে। ইথিওপিয়ান এয়ারলাইন্স গত বছর তার বহরে এই বিমানটি যোগ করেছিল।
পাঁচ বছর আগে লায়ন এয়ারের একই মডেলের একটি বিমান ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে বিধ্বস্ত হয়। এতে ১৯০ জন প্রাণ হারান।