Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

অস্ট্রেলিয়াকে ৩৫৯ রানের বড় টার্গেট দিল ভারত

মোহালিতে শেখর ধাওয়ানের সেঞ্চুরি, রোহিতের হাফসেঞ্চুরি সঙ্গে বিজয় শঙ্করের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেটে ৩৫৮ রান তুলেছে স্বাগতিক ভারত। সিরিজে সমতা ফেরাতে মোহালিতে মাস্ট উইন গেমে ফিঞ্চদের সামনে টার্গেট ৩৫৯ রানের।

আজ রবিবার চতুর্থ একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রত্যাশামতোই দলে একাধিক পরিবর্তন হল। বিশ্রামে এমএস ধোনি তাই প্রথম একাদশে ঋষভ পন্থ। রায়ডুর জায়গায় কে এল রাহুল। মোহাম্মদ শামির বদলে ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজার পরিবর্তে যুজুবেন্দ্র চাহাল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ম্যাচে এসে বড় রানের পার্টনারশিপ গড়লেন দুই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। ১৯৩ রানের পার্টনারশিপ গড়লেন দুজনে। রোহিত ৯৫ রানে আউট হলেও শিখর ধাওয়ান করলেন ১৪৩ রান। ১১৫ বলে ১৮টি চার ও ৩টি ছক্কায় সাজানো শিখরের ইনিংস। একদিনের ক্রিকেটে কেরিয়ারের ১৬ তম সেঞ্চুরি করেন ধাওয়ান।

সুযোগ পেলেও বড় রান করতে পারলেন না কে এল রাহুল। ২৬ রানে আউট হলেন তিনি। আগের দুটো ম্যাচে সেঞ্চুরি করলেও এদিন মাত্র ৭ রানে আউট হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পরে কেদার যাদব ১০ আর বিজয় শঙ্কর ২৬ (১৫) রান করেন। শেষ পর্যন্ত ভারত ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তোলে।

অস্ট্রেলিয়ার হয়ে ৫টি উইকেট নেন প্যাট কামিন্স। ৩টি উইকেট নেন জেই রিচার্ডসন। আর একটি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top