বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম জিয়া যতোই অসুস্থ থাকেন না কেনো, তিনি নিজের মুখে কখনো বলেন না তিনি অসুস্থ। এখন তিনি বলছেন তিনি অসুস্থ। আমরা দেখেছি যে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে আনা হয়। সে হুইল চেয়ারে ভালো করে পা রাখতে পারেন না।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত মানবন্ধনে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, আজকে সরকারের একজন মন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় অথচ তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে ন্যূনতম চিকিৎসা দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, এমন উদাহরণ আছে বর্তমান প্রধানমন্ত্রী যখন জেলে ছিলেন, তখন চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি বিদেশে গেছেন। তাই আমাদের প্রধান দাবি বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি যেনো বিদেশে অথবা বাংলাদেশে তাঁর পছন্দ মতো চিকিৎসা নিতে পারেন।
তিনি বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, পিজি ( বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে তিনি চিকিৎসা পাচ্ছেন না। এখন আবার সেই হাসপাতালের আনার চেষ্টা করা হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ।