বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, চকবাজারের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি শোক জানাতে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হবে।
আজ রবিবার পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় চিকিৎসক, রোগী ও রোগীর আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
স্পিকার শিরীন শারমিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তবে তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রেখেছেন।
এ সময় স্পিকারের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. সামন্ত লাল প্রমুখ উপস্থিত ছিলেন।