উদ্যোগ নেওয়ার পরও পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নিতে আজ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, এই ঘনবসতির এলাকায় যেন আর কেমিক্যাল না থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বুধবার রাতের এ ঘটনার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চকবাজারের অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ ঘটনায় মোট ৬৭ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন অনেকে। এর মধ্যে ৯ জন ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।