মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। এ সময় নিজেই প্রিন্স সালমানকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে মোদি সরকারি প্রটোকল ভেঙেছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার এক টুইটবার্তায় এ কথা জানিয়েছেন।
নরেন্দ্র মোদির প্রটোকল ভাঙার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন রাভিশ কুমার।
এ বিষয়ে তিনি জানান, বিমানবন্দরে সৌদি যুবরাজ সালমান এসে পৌঁছালে সেখানে মোদি উষ্ণ করমর্দন ও আলিঙ্গনে স্বাগত জানান। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এটি নতুন একটা অধ্যায়।
প্রসঙ্গত, ভারতে বিদেশি অতিথিদের স্বাগত জানাতে সাধারণত প্রধানমন্ত্রী নিজে বিমানবন্দরে যান না। বরং প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কোনো কর্মকর্তা অথবা কোনো মন্ত্রীকে পাঠানো হয়।