ভারতের কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে একজন মেজরসহ পাঁচ সেনা নিহত হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছে একজন। এখন পর্যন্ত সর্বমোট ছয়জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আজ সোমবার সকাল থেকে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় যা এখনও চলছে। ভারতীয় নিরাপত্তাবাহিনী দাবি করছে, তারা দুই থেকে তিনজন সন্দেহভাজন জঙ্গিকে কোণঠাসা করে ফেলেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামাতে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ওই বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হয়। জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ঘটনার এ হামলার দায় স্বীকার করেছে।