শুক্রবার ভোর রাত চারটায় হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এ ভেন্যুতে এটা হবে টাইগার দলের দ্বিতীয় ম্যাচ। এর আগের সফরে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে হারে বাংলাদেশ। তাই ওই ম্যাচের হারের স্মৃতি নিয়ে এবারের সফরের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামতে হবে বাংলাদেশকে।
দলীয় পারফরমেন্সে জ্বলে উঠতে না পারায় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় সফরকারী বাংলাদেশকে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। সিরিজের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই বাংলাদেশের সামনে। তাই ক্রাইস্টচার্চের ওয়ানডেতে জয় তুলে নিয়ে সিরিজে সমতা আনতে মরিয়া টাইগাররা। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৬ ফেব্রুয়ারি ভোর ৪টায়।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের স্বাদ নেওয়ার লক্ষ্য নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। কারণ নিউজিল্যান্ডে আগের তিন সফরে কোনো ফরম্যাটেই একটিও ম্যাচ জিততে পারেনি টাইগাররা। তিন সিরিজে ৯টি ম্যাচ ছিল। তবে এবার নিউজিল্যান্ডের মাটি থেকে জয়ের স্বাদ পেতে মরিয়া বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্বপ্ন পূরণ হলে সিরিজের লড়াইয়েও ভালোভাবে টিকে থাকবে মাশরাফির দল। তবে, এটা যে কত কঠিন তা বলাই বাহুল্য।