Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

নিউ মার্কেট বর্ধিত করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

রাজধানীর ঐতিহ্যবাহী নিউ মার্কেট ভবন ওপরের দিকে বর্ধিত করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একতলা বিশিষ্ট এ মার্কেট বর্তমানে যে অবস্থায় রয়েছে সেভাবেই রাখতে হবে।

আজ বৃহস্পতিবার নিউ মার্কেট বর্ধিত করার সিদ্ধান্ত বাতিল করে রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে নিউ মার্কেটের বর্তমান দোকানপাটের ওপরে স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে আদালতের নির্দেশে তা আর করা যাচ্ছে না।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম-সম্পাদক সোহেল বেপারী।  ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেছিলেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন শেখ শফিক মাহমুদ পুষ্প।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মার্কেটের ভেতর ও বাইরের ফুটপাত দখল করে উপরের দিকে মার্কেট বর্ধিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট।

 

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top