ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করছে সৌদি আরব। স্যাটেলাইটে পাওয়া ছবি বিশ্লেষণ করে এমনটাই দাবি করছেন মার্কিন বিশেষজ্ঞরা।
স্যাটেলাইটে সৌদি আরবের অভ্যন্তরে একটি সামরিক ঘাঁটির সন্ধান মিলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেখানে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা রয়েছে।
ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ জেফ্রে লুইস এ বিষয়ে মন্তব্য করেছেন। স্যাটেলাইটে পাওয়া ওই ছবিগুলো পর্যালোচনা করেছেন তিনি।
লুইস বলেছেন, ক্ষেপণাস্ত্র খাতে অধিক হারে বিনিয়োগের সঙ্গে অনেক সময় পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ সম্পর্কিত।
Share!