দেশের ১০টি জেলা হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসকদের লক্ষ্যনীয় অনুপস্থিতি রেকর্ড করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দেশের ১০টি জেলার হাসপাতালে আকস্মিক অভিযান চালিয়ে এ তথ্য জানিয়েছে দুদক। এ সময় হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসককেই অনুপস্থিত পাওয়া যায়।
আজ সোমবার সকালে এ অভিযানের পর দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে ব্রিফিং করে গণমাধ্যমকে এ কথা জানান সংস্থার মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী।
ডিজি মুনীর চৌধুরী জানান, ১০টি জেলায় হাসপাতালে দুদক অভিযান চালিয়েছে। এসব হাসপাতালের ২৩০ ডাক্তারের মধ্যে মাত্র ৯২ জন উপস্থিত ছিলেন। ৪০ শতাংশই অনুপস্থিত।
এ সময় ভবিষ্যতে এ ধরনের আরো অভিযান চলবে এবং এ সংক্রান্ত যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন দুদক ডিজি।