চলতি আসরের ২২তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেল বিপিএল। রাজশাহী কিংসের হয়ে সেই ম্যাজিক ফিগার আজ স্পর্শ করেছেন ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স। ৩১ বছর বয়সী এই তারকার এটাই প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। কম যাননি অপরাজিত হাফ সেঞ্চুরি করা ডয়েশ্চট। দুজনের জুটিতে এসেছে শতাধিক রান। এই দুজনের ব্যাটেই নির্ধারিত ২০ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৭৬ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার থেকে শুরু হওয়া ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে টস জিতে রাজশাহী কিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাটিংয়ে নেমেই দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে যান শাহরিয়ার নাফীস (৫)। আজ তিন নম্বরে ব্যাটিংয়ে নামা অধিনায়ক মেহেদী মিরাজ লিয়ান ডসনের বলে ‘ডাক’ মেরে ফিরলে বিপদে পড়ে যায় রাজশাহী। ৭ বলে ২ রান করা মার্শাল আইয়ুব ডসনের দ্বিতীয় শিকার হন।
এরপর ওপেনার লরি ইভান্সের সঙ্গে জুটি গড়েন টেন ডয়েশ্চট। ৪০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইভান্স। শেষ পর্যন্ত ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান ৬ষ্ঠ বিপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে আজ তিন অংকে পা রাখেন। ৬১ বলে সেঞ্চুরি করার পর ৬২ বলে ৯ চার ৬ ছক্কায় ১০৪* রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী ডয়েশ্চট অপরাজিত থাকেন ৪১ বলে ২ চার ৩ ছক্কায় ৫৯ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৪৮ রান। নির্ধারিত ২০ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৭৬।