রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহী বাগমারা উপজেলার ঝিকরা উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। ১৯ শে জানুয়ারী রোজ শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া আগত নবীন শিক্ষাথীদের বরন করতে ২০১৯ সালের এস এস সি বিদায় অনুষ্টানে কোরআন তিলোয়াত এবং মানপত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয়। উক্ত অনুষ্টানে ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াদ আলী মাষ্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ঝিকরা উচ্চ বিদ্যালয়ের গভনিং বডির -সভাপতি এ্যাডঃ মোঃ আফতাব উর্দ্দিন (আবুল) -সহ -সভাপতি বাগমারা উপজেলা আওয়ামীলীগ ও এ পিপি জর্জ কোর্ট রাজশাহী। অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন মোঃ মানিক প্রাং প্যানেল -চেয়ারম্যান ১২নংঝিকরা ইউনিয়ন পরিষদ , ডাঃ মোঃ মোজাম্মেল হক , উপ-স্বাস্থ্য সহকারী ঝিকরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র,মোঃ সামসুর রহমান মাষ্টার ,-মোঃ লুৎফর রহমান সহ সকল ইউপি সদস্য,মোঃ মোসারফ হোসেন -সভাপতি ঝিকরা ইউনিয়ন যুবলীগ ,মোঃ সফিকুল ইসলাম ,মোঃ মোজাম্মেল হক ,মোঃ আবুল কালাম ,মোঃ সেকেন্দার আলী ,মোঃ হাবিবুর রহমান , ,ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবক বৃন্দু সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন , মোঃ আঃ গফুর মৃধা, সিরাজ উর্দ্দিন, মোঃ মকছেদ আলী, প্রধান অতিথির বক্তব্য বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জানুয়ারী ১ তারিখে মঙ্গবার বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষাথীদের হাতে বিনা মূল্যে বই বিতরণ করেন। এমন এক সময় গিয়েছে শিক্ষাথীদের বই পেতে ছয় মাস কিংবা এক বছরেও বই পাওয়ার সুযোগ হয়নি। অনেকের বাবা বই কিনে দিতে পারেনি ,বইয়ের অভাবে ভাল ভাবে লেখাপড়া করতে পারেনি। অভিভাবকের উদ্যোশে বলেন আমাদের ছেলে মেয়েরা ঠিকমত স্কুলে ক্লাস করছে কিনা কোথায় আড্ডা দিচ্ছে এই বিষয়গুলির দিকে নজরদারি না থাকার কারনে আমাদের সমাজ অনেক পিছিয়ে অভিভাবক তার ছেলে মেয়ের প্রতি সজাক থাকার বিশেষ নির্দেশ দিয়েছেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরনে বাস্তবায়িত হতে সক্ষম হবে। বিপদগামী ছেলে মেয়েরা ও ভাল হতে পারে যদি আমরা অভিভাবকেরা সচেতন হই আরো বলেন ,এই বিদ্যালয় থেকে অধ্যায়ন করে সচিব হয়েছে একজন ম্যাজিস্ট্রেট থেকে টি এন ও পদ লাভ করেছেন, এ ভাবে বড় বড় পদে নিযুক্ত হচ্ছেন তাই তোমরা যারা নবীন হয়ে আসছো আবার যারা বিদায় নিয়ে চলে যাচ্ছো তোমরাও ভাল লেখাপড়া করে বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারো সেভাবে অধ্যায়ন করবেন। অনুষ্টান শেষে বিদায়ী ছাত্র /ছাত্রীদের সাফল্য কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মমিনুল ইসলাম( মছির) অনুষ্টান পরিচালনা করে ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃআসাদুল ইসলাম বি এস সি ।