শক্তিশালী বিরোধী দল থাকলে সংসদে গঠনমূলক (কনস্ট্রাক্টিভ) আলোচনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ কারণে মহাজোটের শরিকরা বিরোধী দলে থাকবেন বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ায় ১৯ জানুয়ারি এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, মহাজোটের শরিকরা বিরোধী দলে থাকলে আমাদের জন্য ভালো, তাদের জন্যও ভালো, সরকারের জন্যও ভালো। আমার মনে হয় মহাজোটের শরিকদের বিরোধী দলে থাকাটাই ভালো হবে। কারণ, শক্তিশালী বিরোধী দল থাকলে সংসদে কনস্ট্রাক্টিভ আলোচনা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোট হচ্ছে রাজনৈতিক কৌশলগত জোট আর ১৪ দলের সঙ্গে আমাদের আদর্শিক জোট। ১৪ দলের শরিকদের সঙ্গে আমাদের কোনোরকম টানাপোড়েন নাই। শরিকদের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও তিনি মন্তব্য করেন।