সুদানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই বিক্ষোভে অংশ নিয়ে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে। শনিবার আমের ইব্রাহিম নামের দেশটির একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
আমের ইব্রাহিম জানিয়েছেন, ১৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে।
তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
এদিকে, আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেষ্টির দাবি, সুদানে চলমান বিক্ষোভে অন্তত ৪০ জন নিহত হয়েছে।
প্রসঙ্গত, সুদানে খাবারের মুল্য বৃদ্ধির প্রতিবাদে গত ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। পরে সেই বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা এখন প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগ দাবি করছে।