ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেইর বলসোনারো। শপথ নেওয়ার পর এক বক্তব্যে ব্রাজিলে ‘বৈষম্য ও বিভেদহীন সমাজ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডানপন্থী এই নেতা।
ব্রাজিলকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলসোনারো।
তিন জানান, দেশ ও জনগণের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন তিনি।
ব্রাজিলের দুর্নীতি ও সহিংস অপরাধ কঠোরভাবে দমনের অঙ্গীকার করেছেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৮শে অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে ওয়ার্কার্স পার্টির ফার্নান্নেদা হাদ্দাকে হারিয়ে বিজয়ী হন সাবেক সেনা কর্মকর্তা জেইর বলসোনারো।
Share!