জেএসসি ও জেডিসি এবং পিইসি ও ইইসি পরীক্ষার ফলাফল আজ সোমবার দুপুরে প্রকাশ করা হবে। আর এসব পরীক্ষার ফলাফল অনলাইনে ও মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানা যাবে।
জানা গেছে, অনলাইনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল জানতে হলে শিক্ষার্থীরা www.dpe.gov.bd অথবা http://dperesults.teletalk.com.bd টাইপ করলেই পেয়ে যাবে ফলাফল। আর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে হলে শিক্ষার্থীদের যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে নিজের আইডি লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফলাফল পেয়ে যাবে। এছাড়া ইবতেদায়ির ফলের জন্য EBT স্পেস শিক্ষার্থীর আইডি নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে আসবে ফলাফল।
অপরদিকে জেএসসি-জেডিসির ফলাফলও www.educationboardresults.gov.bd-এ লিংকে গেলে মিলবে। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও জানতে পারবে এ পরীক্ষার শিক্ষার্থীরা।
মোবাইলে এসএমএসের মাধ্যমে এই পরীক্ষার ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। ফলাফল পেতে হলে তাদের JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলেও ফলাফল পেয়ে যাবেন।