নির্বাচনী জনসভায় যোগ দিতে সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে পৌঁছেই তিনি সরাসরি তিন আউলিয়া হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন(রহ:) মাজার জিয়ারতের উদ্দেশে যান।
জানা গেছে, হযরত শাহজালাল(রহ:) এর মাজার থেকে তিন আউলিয়ার মাজার জিয়ারত শুরু করেন প্রধানমন্ত্রী।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, দলীয় প্রধান শেখ হাসিনা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে জেলা ও মহানগর নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন।
তিনি আরো জানান, তিন আউলিয়ার মাজার জিয়ারত করে নেত্রী সিলেট সার্কিট হাউসে বিশ্রামে যাবেন। সেখানে তিনি মধ্যাহ্নভোজের পর বেলা ২টায় আলীয়া মাঠের জনসভাস্থলে যাবেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সিলেটের আলীয়া মাঠে জনসভা করে এবারের নির্বাচনী প্রচারণা শুরুর আগাম ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।