টি-টোয়েন্টি কিং ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে এবারের বিপিএল মাতানোর কথা স্টিভেন স্মিথের। ইতিমধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে চুক্তিও করেছেন এ অজি তারকা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
আপত্তির মুখে জরুরি সভা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটি। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তারা। ফয়সালা টানার জন্য বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠিয়ে দিয়েছে।
টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমরা স্মিথের খেলার পক্ষে। সে খেললে বিপিএলের জৌলুস বাড়বে। আন্তর্জাতিক অঙ্গনে ইমেজও বৃদ্ধি পাবে। তবে এ নিয়ে ঘোর বিরোধিতা করছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
তিনি বলেন, এ প্রেক্ষিতে আমরা সাত দলের সঙ্গে বসেছিলাম। তাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। উপরন্তু প্রতিটি দলকে ড্রাফটের বাইরে আরো একজন করে ক্রিকেটার অন্তর্ভুক্তির সুযোগ দিতে চেয়েছি। তবে কিছুতেই কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে বিষয়টি বোর্ডের কাছে পাঠিয়েছি। এখন বোর্ডই সিদ্ধান্ত নেবে।