ইয়েমেনের প্রায় ২ কোটি মানুষকে মানবিক সহায়তা দিতে চায় জাতিসংঘ। এ জন্য ৫শ’ কোটি (৫ বিলিয়ন) মার্কিন ডলার চাচ্ছে সংস্থাটি। সোমবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর মার্ক লওকক এ কথা জানিয়েছেন। তিনি সম্প্রতি ইয়েমেন সফরে গিয়ে এই মন্তব্য করেন।
মার্ক লওকক বলেন, ইয়েমেনে অর্থনীতিকে সচল করতে সহায়তার প্রয়োজন। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিবদমান পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনায় ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে মনে করছি।
তিনি বলেন, ইয়েমেনে মানবিক সহায়তার জন্য দেশটির হোদেইদা বন্দরটি গুরুত্বপূর্ণ।
দেশটিতে মানবিক সহায়তা সরবরাহে বাধার তীব্র নিন্দা জানান তিনি