বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘিরে বিক্ষোভ করছে।
আজ রবিবার সকালে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীর পক্ষ থেকে নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়। গুলশান-২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কে কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আছেন কয়েকশ কর্মী-সমর্থক।
কার্যালয়ের সামনেই মাথায় সাদা কাপড়ের ব্যান্ড লাগিয়ে বিক্ষোভ করার পাশাপাশি গেটে ধাক্কাধাক্কি ও লাথি মারতে দেখা যায় তাদের কয়েকজনকে।
গতকাল বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকরা খালেদা জিয়ার কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ওই কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পরিস্থিতি শান্ত হলে তারা সেখান থেকে বের হয়ে যান।
আজ বেলা ১১টার দিকে কার্যালয়ের ভেতরে থেকে মাইকে বলা হয়, আজকে অফিস বন্ধ । এখানে জটলা করে কোনো লাভ নেই। তার পরেও কার্যালয়ের বাইরে কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখা যাচ্ছে।