নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার পর গ্রেপ্তারকৃত ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে অনশনসহ আন্দোলন করছিল ছাত্রীদের একাংশ। তবে শিক্ষকদের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা।
আজ রবিবার দুপুর ১টার দিকে অধ্যক্ষ হাসিনা বেগমের নেতৃত্বে শিক্ষকরা এসে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেন। এ সময় হাসনা হেনার মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং তার মুক্তি না হলে শিক্ষকরাও আন্দোলনে যাবে এমন আশ্বাস দেন তারা।
নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে আটক শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে গত চার দিন ধরে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন তার শিক্ষার্থীরা। দুপুরে সেই শিক্ষিকার মুক্তির দাবি চেয়ে কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়।।
অরিত্রি যে শ্রেণিতে পড়ত, সেই নবম শ্রেণির শ্রেণিশিক্ষক ছিলেন হাসনা হেনা। স্কুল কর্তৃপক্ষের দাবি, অরিত্রি বার্ষিক পরীক্ষায় মোবাইল ফোনে নকলসহ ধরা পড়েছিল। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে হাসনা হেনাকে বরখাস্ত করেছে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ। তার এমপিও বাতিল করেছে মন্ত্রণালয়। হাসনা হেনার পাশাপাশি ভিকারুননিসার অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিনাত আখতারও বরখাস্ত হয়েছেন।