পৃথিবী থেকে সবসময়ে চাঁদের একটি অংশই দেখা যায়। আর অপর অংশটি ‘কালো’ (ডার্ক সাইট) বা ‘অদেখা’ অংশ হিসেবে পরিচিত। এবার চাঁদের সেই ‘অদেখা’ অংশে রোবট যান নামানোর অভিযান শুরু করেছে চীন। চীনা গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চীনের এই অভিযানের নাম চাং’ই-৪। এই অভিযানে চাঁদে ‘ভন কারমান ক্র্যাটার’ নামের অংশে রোবট যানটি নামবে। চাঁদের এই অংশটি কখনো পৃথিবীর দিকে ঘোরে না। তাই এই অংশটি নিয়ে মানুষের অনেক আগ্রহ রয়েছে।
Share!