আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চার কেন্দ্রীয় নেতাকে দলটির নির্বাচনী কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে সংসদ সদস্য হলেও আসন্ন নির্বাচনে মনোনয়ন না পাওয়া এই চার নেতা হলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হক।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোয়ন ফরম কিনলেও এই চার নেতা মনোনয়ন পাননি।
নিজেরা ভোট না করলেও দলকে টানা তৃতীয়বার বিজয়ী করতে তারা গুরুত্বপূর্ণ কাজ করবেন বলে আওয়ামী লীগের দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ চার নেতাকে গণভবনে ডেকে ৩০০ আসন সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখার নির্দেশ দেন। এছাড়া কোনো আসনে যেন বিদ্রোহী প্রার্থী না থাকে, সে জন্য সমন্বয়ের কাজও করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
সাবেক প্রতিমন্ত্রী নানক ঢাকার মোহাম্মদপুর-আদাবর আসনে টানা দুই বারের এমপি। তার আসনে এবার মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।
আগে নির্বাচনী কাজে নজর রাখতেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই। এবার সেই দায়িত্ব পালনে এই চার মনোনয়ন বঞ্চিতকে নির্দেশ দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন।